ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:
বাংলাদেশ নারী মুক্তি সংসদ ভেঙ্গে গঠিত হোল বাংলাদেশ নারী মুক্তি পরিষদ। রোজ শুক্রবার বেলা ১১ টায় ঝিনাইদহ জেলা শহরের আজাদ রেস্ট হাউজের অবস্থিত বাসদ কার্যালয়ে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নারী নেত্রীদের নিয়ে, সম্পত্তিতে নারীর সমঅধিকার সহ নারীদের বিভিন্ন অধিকারের দাবীতে এক সময়ে নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় নেত্রী সখিনা বেগম দিপ্তির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিল বাংলাদেশ নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক সম্পাদক স্বপ্না সুলতানা। সভায় স্বপ্না সুলতানা বলেন যে ক্ষমতাসীন সরকারের লেজির বৃত্তি রাজনীতি করতে যেয়ে বাংলাদেশ নারী মুক্তি সংসদ নারী অধিকারের আন্দোলনের সংগ্রামের পথ থেকে সরে এসেছে। হাজেরা সুলতানা নারী মুক্তি সংসদের সভানেত্রী হিসাবে সংসদ সদস্য হোলেও নারীদের সমঅধিকারের প্রশ্নে সংসদে কোন কথা বলেনি। বর্তমান নারী মুক্তি সংসদের সাধারন সম্পাদক সালেহা সুলতানা নিক্রিয় হয়ে গেছে। যার কারনে ঐ সংগঠন নারী আন্দোলনের নিজস্ব সক্রিয় তা হারিয়ে ফেলেছে। সরকারি লেজুর বৃত্তি পরিহার করে সুস্থ্য সঠিক ধারার নারী সংগঠন জরুরী।
আলোচনা সভায় উপস্থিত ছিল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কস বাদী) কেন্দ্রীয় সাধারন সম্পাদক কমঃ ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় সদস্য কমঃ আলাউদ্দিন ও কেন্দ্রীয় বিকল্প সদস্য কমঃ সাহিদুল এনাম পল্লব। নারীদের এই সভায় উপস্থিত ছিল ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা সহ ৭ টি জেলার নারী মুক্তি সংসদের বিভিন্ন স্তরের কর্মী বৃন্দ। বিভিন্ন জেলার প্রতিনিধিদের উপস্থিতেই গঠিত হয় হোল বাংলাদেশ নারী মুক্তি পরিষদ।
বাংলাদেশ নারী মুক্তি সংসদের সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক স্বপ্না সুলতানা বাংলাদেশ নারী মুক্তি পরিষদের আহ্বায়ক নির্বাচিত করা হয় যগ্ন আহ্বায়ক ঘোষণা কর হয় বাংলাদেশ নারী মুক্তি সংসদের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য সখিনা বেগম দিপ্তি, লেখিকা জাহানারা মুক্ত ও চয়নিকা মজুমদার কে যুগ্ন আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠনের পরে কমিটি আগামী ডিসেম্বরের মধ্যে সকল জেলায় সম্মেলনের মাধ্যমে কমিটি করে ৩১ শে ডিসেম্বর ঢাকায় নারী সমাবেশের মাধ্যমে পূর্ণ কেন্দ্রীয় কমিটি গঠন করবেন বলে ঘোষণা দেন।