আমঝুপি অফিস:
মেহেরপুরের জনপ্রিয় অনলাইন নিউজ “আজকের মেহেরপুরের” পক্ষথেকে মেহেরপুর সদর থানার নবাগত ওসি রফিকুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা প্রদান করেছেন দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মো:মিজানুর রহমান,”আজকের মেহেরপুরের” সম্পাদক ও প্রকাশক ও দৈনিক বিজনেস ফাইল, বাণিজ্য প্রতিদিন জেলা প্রতিনিধি মো:সেলিম রেজা, সাংবাদিক রাশেদুজ্জামান, ইউনুস আলী, উজ্জল হোসেন, সান, শাহিন প্রমূখ।