নিজস্ব প্রতিবেদক:
অনাকাঙ্ক্ষিত কারণে মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল স্থগিত হয়েছে।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিল আগামীকাল বুধবার (২২ ডিসেম্বর), অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট মাহফিল কমিটি জানিয়েছেন।
জানা যায়, আজকের মাহফিলের প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সমপন্ন আল্লামা তারেক মুনওয়ার। কিন্তু তা স্হগিত করে এবং তারেক মুনওয়ার কে বাদ দিয়ে আনা হবে বাংলাদেশের ২য় আজহারী হিসেবে পরিচিত বক্তা, হযরত মাওলানা আবরারুল হক আসিফ কে।
তারেক মুনওয়ারকে কেনো আসতে দেওয়া হলোনা তা জানতে চাওয়া হলে, মাহফিল কমিটি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। পরিস্কার ভাবে সুনির্দিষ্ট কোনো কারণ জানান নি।
যাইহোক, আগামীকাল আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসছেন, মাওলানা আবরারুল হক আসিফ।
সকলকে মাহফিলে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
উল্লেখ্য, মাহফিলকে কেন্দ্র করে বিশাল আয়োজন করা হয়েছে। মহিলাদের এবং পুরুষদের বসার জন্য পৃথক ব্যবস্থাসহ একাধিক প্রজেক্টরের মাধ্যমে দেখার সুব্যবস্থা রয়েছে। আল্লাহ আমাদের সকলকে মাহফিলে যোগদান করার তৌফিক দান করুন। আমীন