আজকের মেহেরপুর ডেস্ক:
সড়ক দুর্ঘটনার নিহত মেহেরপুর জজকোর্টের পেশকার(বেঞ্চ সহকারী)মোমিনুল ইসলামের শিশু পুত্র ১০মাস মোবিন এখনো জানেনা তার পিতা আর নেই।
নিথর দেহ দেখলেও বুঝতে পারছেনা আর ফিরে আসবেনা তার পিতা।বুকে জড়িয়ে খাবেনা চুমো।ঘুরবেনা বাড়ির পাশে চিরচেনা মেঠোপথে।
বুকে জড়িয়ে আর আসবেনা বাড়ির পাশের জণাকির্ণ দোকানপাটে।তবে হাজারও লোকের ভীড়ে কাউকে খুঁজছে সেটা তার চোখের চাহনীতে ফুটে উঠছে।
মোবিনের দাদি মোমেনা খাতুন জানালেন,অফিস থেকে এসেই ছেলের নাম ধরে ডাকতো সে।বুকে জড়িয়ে নিয়ে চলে যেতো রাস্তায়।হেটে হেটে মাঠের পথ ও দোকানের পাশে বসে আড্ডা মারতো।
মোবিনের নানা আবাদুল মান্নান জানালেন,আমি এই অবুজ শিশুটির দিকে তাকাতে পারছিনা।সে এখনও বুঝতে পারছে না তার বাবা নেই।কে দেখবে এখন এই অবুজ শিশুটিকে।কে এখন বাবা নেমের বটবৃক্ষের মত ছাঁয়া দেবে তাকে।বাড়িতে অনেক লোকজন এসেছে।সে এখন তাদের দিকে তাকাচ্ছে।মনে মনে তার বাবাকে খুঁজছে।
উল্লেখ্যঃমেহেরপুর জজকোটের পেশকার ও সাবেক সাংবাদিক মোমিনুল ইসলামের একমাত্র সন্তান মোবিন।