নিজস্ব প্রতিবেদক:
অবৈধভাবে সার মজুদের দায়ে মেহেরপুরে এক ব্যবসায়ীকে জরিমানা ও ৩৮৫ বস্তা সার জব্দ ।
অবৈধভাবে সার মুজুদের দায়ে মেহেরপুরে ওবাইদুল্লাহ নামের অবৈধ এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত,এ সময় বিভিন্ন ধরনের ৩৮৫ বস্তা সার জব্দ করা হয়,জব্দকৃত সার গুলো ন্যায্যমূল্য কৃষকদের মাঝে বিক্রি করে সরকারী কোষাগারে টাকা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার গাজী মূয়ীদুর রহমান এ আদেশ দেন, আটককৃত সারের মধ্যে ২৮৪ বস্তা সরকারি ড্যাপ, ৪৯ বস্তা এমওপি ও ৩৮ বস্তা টিএসপি ও ১৪ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জানান, বেলা ১২ টার দিকে সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে খবর আসে সেখানে কিছু সার সহ দু’টি ভ্যান জব্দ করে ৯৯৯ ফোন দেয়, সার আটকের খবর পেয়ে দোকান ঘরে তালা দিয়ে পালিয়ে যায় ওবাইদুল্লা,পরে সেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা গিয়ে ঘটনার সতত্যা পাই। সারগুলো পাশ^বর্তী কুলবাড়িয়া গ্রামের মৃত হাজি খোদাবক্সের ছেলে ওবাইদুল্লাহ নামের অবৈধ এক সার ব্যবসায়ীর গোডাউন থেকে যাচ্ছিল এবং গোডাউনে আরো সার আছে বলে কৃষকরা জানান। পরে সেনাবাহিনীর একটি দলসহ সেখানে অভিযান পরিচালনা করা হয়, পরে তার দু’টি গোডাউন থেকে ড্যাপ, এমওপি, টিএসপি ও ইউরিয়া মিলে ৩৮৫ বস্তা সার জব্দ করা হয়,অবৈধ সার মুজুদ ও কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রি করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮ এর (১) ধারা লঙ্ঘনে ২ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়,এছাড়াও ৩৮৫ বস্তা সার জব্দের নির্দেশ দেওয়া হয়, কৃষকদের অভিযোগ, সারের কোন লাইসেন্স না থাকলেও কুলবাড়িয়া গ্রামের বাজারে দীর্ঘদিন ধরে সার মুজুদ করে ব্যবসা করে আসছে সজীব এন্টার প্রাইজ ওবাইদুল্লাহ,বাজারে কৃত্তিম সঙ্কট তৈরি করে কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রি করছেন তিনি, আবার দাম বেশি দিলেও চাহিদা অনূযায়ী কৃষকদের দেওয়া হচ্ছে না সার, এই ক্ষোভ থেকেই দুই ভ্যান সার জব্দ করেন কৃষকরা।