আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে আগামী ২০ মার্চ ২০২২ অনুষ্ঠিতব্য উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ), রাত সাড়ে ৮ টার দিকে গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এ বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে গাংনী উপজেলা শহরের রেজাউল চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি’র বাসভবন থেকে শুরু হয়ে গাংনী হাসপাতাল চত্বর ঘুরে গাংনী বাসস্ট্যান্ড বাজারের শহিদ রেজাউল চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।
এসময় বক্তব্য রাখেন গাংনী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মুকুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।