প্রেস বিজ্ঞপ্তিঃ সত্য ও ন্যায়ের সন্ধানে- “আজকের মেহেরপুর” নামক মেহেরপুর জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল।
_____________________________________
সুহৃদ/ প্রিয় পাঠক,
আসসালামু আলাইকুম। সত্য ও ন্যায়ের সন্ধানে- “আজকের মেহেরপুর” নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্খিদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মেহেরপুর জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত জনপ্রিয় অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল “আজকের মেহেরপুর” এর জন্য খুলনা বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টাস, ভ্রাম্যমান প্রতিনিধিসহ খালি-থাকা শূন্য পদে জরুরী ভিত্তিতে সংবাদকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীরা অতিসত্তর আবেদন করতে পারেন।
[বিঃদ্রঃ মেহেরপুর জেলার ক্ষেত্রে- মেহেরপুর সদর-২জন, গাংনী উপজেলা-২জন, মুজিবনগর উপজেলা-১জন সংবাদকর্মী জরুরী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।]
(সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই)
✒️আবেদন করতে যা যা জমা দিতে হবে-
_____________________________________
✒জীবনবৃত্তান্তসহ (সিভি),
✒শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র (ফটোকপি)- ১কপি করে
✒সদ্যতোলা পিপি সাইজ রঙিন ছবি-১ কপি
✒জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
✒সক্রিয় মোবাইল নাম্বার
✒ফেসবুক আইডি থাকতে হবে।
_____________________________________
✒️ আবেদন পাঠাবেন নিম্নের উল্লেখিত ই-মেইল ঠিকানায়-
contact@ajkermeherpur.com
_____________________________________
✒প্রধান সম্পাদকঃ আক্তারুজ্জামান
মোবাইলঃ +৮৮০১৭১৯-৮১৭৫৪৪
✒সম্পাদক ও প্রকাশক-
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সেলিম রেজা
মোবাইলঃ +৮৮০১৯১৩-২৯৮৭৯৬
বার্তা সম্পাদকঃ এম.সোহেল রানা
মোবাইলঃ +৮৮০১৮১৬-৩৩৬৩৪২
____________________________________
✒প্রধান কার্যালয়-
প্রধান কার্যালয়ঃ “আজকের মেহেরপুর” আমঝুপি রিপোর্টার্স ক্লাব (২য় তলা) আমঝুপি বাজার, মেহেরপুর- ৭১০০।
মোবাইলঃ +৮৮০১৯১৩২৯৮৭৯৬
ই-মেইলঃ contact@ajkermeherpur.com
ওয়েব সাইডঃ https://ajkermeherpur.com
ফেসবুক পেজ ” আজকের মেহেরপুর”
____________________________________
❝মেহেরপুর জেলা থেকে প্রকাশিত ও সম্পাদিত পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “আজকের মেহেরপুর”❞
____________________________________
• মুহূর্তের খবর মুহূর্তেই’ জানতে আমাদের পেইজে লাইক এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকুন। • ফেসবুকে নিউজ পেতে ফলো করুন।