Home » “আজকের মেহেরপুর”-এর ভ্রাম্যমান প্রতিনিধি ইউনুস আলী’র শুভ জন্মদিন

“আজকের মেহেরপুর”-এর ভ্রাম্যমান প্রতিনিধি ইউনুস আলী’র শুভ জন্মদিন

কর্তৃক ajkermeherpur
537 ভিউজ

“আজকের মেহেরপুর”-এর ভ্রাম্যমান প্রতিনিধি ইউনুস আলী’র শুভ জন্মদিন, প্রধান সম্পাদক, সম্পাদক ও প্রকাশক, বার্তা সম্পাদকের শুভেচ্ছা “

প্রেস বিজ্ঞপ্তিঃ সত্য ও ন্যায়ের সন্ধানে… “আজকের মেহেরপুর” অনলাইন নিউজ পোর্টালের ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ ইউনুস আলী’র ২৪বছর পেরিয়ে ২৫বছরে পদার্পণ শুভ জন্মদিনে “আজকের মেহেরপুর” পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ইউনুসের জন্ম: ২রা ফেব্রুয়ারি-১৯৯৮ইং সালের এই দিনে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে মধ্যবৃত্ত চাষী পরিবারে জন্মগ্রহণ করেন মোঃ ইউনুস আলী। পিতা- মোঃ হিসাব আলী, মাতা- মোছাঃ আম্বিয়া খাতুন, দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই ইউনুস আলী। বর্তমানে মোঃ ইউনুস আলী বেঙ্গল গ্রুপ লিমিটেড’র বেঙ্গল এডিসিভ ক্যামিক্যাল এন্ড প্রোডাক্ট লিঃ-এ কর্মতর রয়েছেন।
সাংবাদিকতায়: ২০আগস্ট-২০২১ইং সালে সত্য ও ন্যায়ের সন্ধানে… স্লোগানে “আজকের মেহেরপুর” নামক অনলাইন নিউজ পোর্টালে নিয়োগ পেয়ে ভ্রাম্যমান প্রতিনিধি হিসাবে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। সত্য ও ন্যায়ের সন্ধানে…”আজকের মেহেরপুর” নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে মোঃ ইউনুস আলী ভ্রাম্যমান প্রতিনিধির ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন