Home » “আজকের মেহেরপুর” প্রতিনিধিদের পরিচয়পত্র প্রদান

“আজকের মেহেরপুর” প্রতিনিধিদের পরিচয়পত্র প্রদান

কর্তৃক xVS2UqarHx07
359 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুরের অনলাইন নিউজ পোর্টাল “আজকের মেহেরপুর” নিজস্ব কার্যালয় আমঝুপি রিপোর্টাস ক্লাবে প্রতিনিধিদের পরিচয়পত্র প্রদান করা হয়।

শুক্রবার (২৬/১১/২১) বিকাল ৪ ঘটিকার সময় “আজকের মেহেরপুর” নিউজ পোর্টালের প্রধান সম্পাদক মোঃ আকতারুজ্জামান এর সভাপতিত্বে আজকের মেহেরপুর অনলাইন নিউজ পোর্টালের ৬জন প্রতিনিধিদের পরিচয়পত্র প্রদান করা হয়।

আজকের মেহেরপুর প্রতিনিধিদের পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- প্রভাষক মোঃ জাহির হোসেন চঞ্চল (মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ)। উপস্থিত ছিলেন- মোঃ সেলিম রেজা, সম্পাদক ও প্রকাশক “আজকের মেহেরপুর”।

আজকের মেহেরপুর নিউজ পোর্টালের বার্তা সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন- এম.সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন- ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ ইউনুস আলী,আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম মানিক, শাহ আলম হৃদয় প্রমূখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন