আমঝুপি অফিস :
আজ ০৪শে নভেম্বর ২০২২ “আজকের মেহেরপুর” সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম রেজা জন্মদিন। তিনি ১৯৯৮ সালের মেহেরপুর জেলা আমঝুপি ইউনিয়নের তিনি এই দিনে সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।
আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় পড়াশোনা করে এস এস সি পাস করেন। মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজ এইচএসসি পাস করেন । মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজ (বিএ) ডিগ্রি পড়াশোনা চলমান।
২০১৫ সাল থেকে চ্যানেল ২৪ মেহেরপুর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও মাছরাঙ্গা টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত ভাইয়ের হাত ধরে সাংবাদিকতা কাজ শুরু করেন। তার পর দৈনিক সংগ্রাম মেহেরপুর প্রতিনিধি আক্তারুজ্জামান ভাইয়ের সাথে কাজ করেন। ২০১৭ সাল থেকে দৈনিক সময়ের সমীকরণ আঞ্চলিক প্রত্রিকা কাজ শুরু করে। তার পর দৈনিক বিজনেস ফাইল ও বাণিজ্য প্রতিদিন মেহেরপুর প্রতিনিধি কাজ করে থাকে এবং কর্পোরেট সংবাদ মেহেরপুর প্রতিনিধি হয়ে কাজ করেন ও মেহেরপুরে রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য। এবং সাংবাদিক সেলিম রেজা তিনি পাশাপাশি নিজের ব্যবসা এবং মার্কেটিং অফিসার হিসেবে চাকরি করেন।
তার শুভ জন্মদিন উপলক্ষে “আজকের মেহেরপুর” পত্রিকার উপদেষ্টা মাহবুব আলম, সহ-বার্তা সম্পাদক শাহিন আহমেদ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, প্রশাসনিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।
শুভ জন্মদিনে প্রিয় সম্পাদক ও প্রকাশকে “আজকের মেহেরপুর” পরিবারের গ্রুপের পক্ষ থেকে প্রান ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
এসেছে জন্মদিন এক বছর পরে,
দোয়া করি হৃদয় থেকে মন ভরে,
সারা জীবন থেকো যেন হাসি মুখে।
জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায় এবারে
হাসি মুখে গ্রহণ কর হৃদয়ের তরে।