ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:
তথ্যের অধিকার,সুশাসনের অঙ্গীকার,তথ্যই শক্তি,তথ্যই মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে গোলটেবিল বৈঠক অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের আহার রেষ্টুরেন্টে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ অনুষ্ঠানের আয়োজন করে।এতে সুজনের সভাপতি আমিনুর রহমান টুকু,জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক,জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল,সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মিথিলা পারভীনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সাংবাদিকসহ সচেতন মহল বক্তব্য রাখেন।
বক্তারা তথ্য অধিকার আইনের প্রয়োগের বাস্তবতা,চ্যালেঞ্জ ও করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন।সেসময় সরকারি-বেসরকারী দপ্তরের তথ্য সংগ্রহের ব্যাপারে বিভিন্ন আইনী ব্যাখা প্রদাণ করেন।