Home » আন্দুলবাড়ীয়া টু সন্তোষপুর সড়কের মাঝামাঝি দেহাটি সরকার ব্রিকসের সামনে নির্মাণাধীন ব্রিজের নিচে খাঁদে পড়ে দূর্ঘটনায় নিহত-১

আন্দুলবাড়ীয়া টু সন্তোষপুর সড়কের মাঝামাঝি দেহাটি সরকার ব্রিকসের সামনে নির্মাণাধীন ব্রিজের নিচে খাঁদে পড়ে দূর্ঘটনায় নিহত-১

কর্তৃক xVS2UqarHx07
322 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

আন্দুলবাড়ীয়া টু সন্তোষপুর সড়কের মাঝামাঝি দেহাটি সরকার ব্রিকসের সামনে নির্মাণাধীন ব্রিজের নিচে খাঁদে পড়ে দূর্ঘটনায় নিহত-১

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া টু সন্তোষপুর সড়কের মাঝামাঝি দেহাটি মেডার্স সরকার ব্রিকস এর সামনে সড়ক দূর্ঘটনায় নিহত-১ এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে,গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় এ দূর্ঘটনা ঘটে।জানাগেছে,চুয়াডাঙ্গা পৌর সভার ৭ নং ওয়ার্ডের কুলচারা গ্রামের নজু মন্ডল ওরফে নদুর পুত্র চুয়াডাঙ্গা শহরের তাবাচ্ছুম স্টোরের গাড়ী চালক ও কুলপালা গ্রামের আহসান আলী ওরফে আসান (৫৫) তিনি একটি পাখি ভ্যানযোগে কোম্পানীর বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স আল- আমিন স্টোর সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যা সামগ্রী সরবরাহের উদ্দেশ্য রওনা হয়ে পথি মধ্যে সন্তোষপুর টু আন্দুলবাড়ীয়া সড়কের মাঝামাঝি দেহাটি সরকার ব্রিকস নামক একটি ইট ভাটার সামনে নির্মাণাধীন ব্রিজের নিচে খাদে পড়ে এ দূর্ঘটনায় তিনি মারাত্মক ভাবে আহত হন। পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে নিয়ে ভর্তি করেন।সেখানে উন্নত চিকিৎসার জন্য দায়িত্ব ও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে জীবননগর থানার নবাগত ওসি আব্দুল খালেকের নির্দেশে শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে ছিল।এ ব্যাপারে,জীবননগর থানার ওসি তদন্ত মারুফ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি “আজকের মেহেরপুর” এর নিকট ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন