Home » আপনার একটু সহযোগিতায় হাসি ফুটাতে পারে একটি পরিবারের মুখে

আপনার একটু সহযোগিতায় হাসি ফুটাতে পারে একটি পরিবারের মুখে

কর্তৃক xVS2UqarHx07
170 ভিউজ

আমঝুপি অফিস:

আপনার একটু সহযোগিতায় হাসি ফুটাতে পারে একটি পরিবারের মুখে

গত বৃহস্পতিবার সন্ধার দিকে হেমায়েতপুর বাজার থেকে শালদহ যাওয়ার পথে পাখি ভ্যানের সাথে ধাক্কা লেগে পায়ের নিচের দিকের হাড় ভেঙে যায় শালদহ গ্রামের আসাদুল হকের স্ত্রী কামরুন্নাহারের । ডাক্তারের ভাষ্যমতে, ক্ষতস্থানে অপারেশন করতে হবে। অপারেশন করতে খরচ হবে ৭০-৮০ হাজার টাকা। নিঃস্ব এ পরিবারটির প্রাথমিক চিকিৎসা দেয়ার মত সামর্থ্য নাই।
তাই আপনার এবং আপনাদের একটু সহযোগিতা কামনা করছি।
নামঃ কামরুন্নাহার
ঠিকানাঃ গ্রামঃ শালদহ,ইউনিয়নঃ রাইপুর, উপজেলাঃ গাংনী, জেলাঃ মেহেরপুর
রোগের বিবরণ পায়ের নিচের দিকের হাড় ভেঙে গেছে।
অপারেশনের জন্য ৭০-৮০ হাজার টাকা লাগবে।

সকল মানবিক সংগঠন ও বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন