Home » আমঝুপিতে (ইসকন) নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ 

আমঝুপিতে (ইসকন) নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ 

কর্তৃক xVS2UqarHx07
46 ভিউজ

আমঝুপি অফিস:

 

ইসকন নিষিদ্ধের দাবিতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মেহেরপুর আমঝুপির মুসল্লিরা

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে (ইসকন) নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন। আজ শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল যোগ দিয়ে আমঝুপি বাজারে প্রধান প্রধান সড়কগুলো বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন মসজিদের মুসল্লীসহ আরো অনেকেই।

আমঝুপির সড়কগুলো প্রদক্ষিণ করে চৌ-রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত আলোচনা করেন, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন চট্টগ্রামে নির্মমভাবে আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় নিন্দা এবং অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি আলিফ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। যতদিন বাংলাদেশ থেকে ইসকন নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত মেহেরপুর আমঝুপির মুসলিম জনতার আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। আইনজীবী হত্যার সুষ্ঠ বিচার ও ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান।

আরো উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও জনতার চেয়ারম্যান শফিকুল ইসলাম, আমঝুপি দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম ক্বারী মাহমুদ বেল্লাল হুসাইন, আমঝুপি মাঠপাড়া জামে মসজিদের খতিব মজিবুর রহমান, আমঝুপি মধ্যপাড়া জামে মসজিদের খতিব মাওলানা শাহাজান, আমঝুপি শেখ পাড়া জামে মসজিদের খতিব হাফেজ আবুল খায়ের, আমঝুপি হাটপাড়া জামে মসজিদের খতিব মুফতি মাওলানা সামসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়িক আমিরুল ইসলাম, মাস্টার ফয়জুল কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় আওয়াজ তোলেন বাংলার মাটি থেকে ইসকন নামক উগ্রবাদী সংগঠন নিষিদ্ধ করা হোক, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করেন বিক্ষোভকারীরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন