আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি কোলার মৌজা সালতা পোতা মাঠে গমের নাড়ার আগুনে ১৭টি ফলোজ আম গাছ পুড়ে ছাই হয়ে গেছে।
গত সোমবার বেলা বারোটার সময় আমঝুপি দক্ষিণ পাড়ার জহির উদ্দিনের পুকুর পাড়ে গমের জমিতে নাড়া পোড়ানোর সময় এ ঘটনা ঘটে। জহির উদ্দিন জানান, ১৬০টি আম্রপালি আম গাছের সাথে লিচু ও তাল গাছের চারা লাগিয়েছিলেন তিনি। গত কয়েক বছর ধরে আম্রপালি ও লিচু ধরেছিলো।
তিনি অভিযোগ করে বলেন, গত কয়েকদিন আগে আমার বাগানের পাশে গমের জমিতে নাড়ায় আগুন লাগিয়ে দিয়ে ১৭টি আম গাছ পুড়িয়ে দিয়েছে মহিউদ্দিন। মহিউদ্দিনের দুই বিঘা ঝাল গাছের খড়ি আমার আম গাছের নিচে জোর করে পালা দিয়েছিলো। নিষেধ করার পরও তার জমির গমের জমিতে জোর করে আগুন লাগিয়ে দিয়ে আমার গাছ পুড়িয়ে দিয়েছে।
শত্রুতামূলক ভাবে আম গাছে আগুন লাগিয়ে পুড়িয়েছে বলে অভিযোগ করেন জহির উদ্দিন। আম বাগানের মালিক জহির উদ্দিন তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন এবং আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।