আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর উদ্যোগে কালার স্টাইল বাংলাদেশের সৌজন্যে আমঝুপিতে মরহুম মহারাজ আলি খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে মরহুম মহারাজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ক্রীড়া সংগঠক জহরুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহারাজ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আমঝুপি পাবলিক ও লাইব্রেরীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাবেক ক্রিকেটার মাসুদুল হাসান, আব্দুস সালাম, মিজানুর রহমাম নিজাম, সোহেল রানা সবুজ, আসাদুজ্জামান লিটন, সাগর, আতিয়ার রহমান বিশু, শামসুজ্জামান চমন প্রমূখ উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টে মোট ১২ টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় কুষ্টিয়ার ফ্রন্ট ফাইটার টসে জয়লাভ করে প্রতিপক্ষ গাংনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। টুর্নামেন্টে অংশ গ্রহণকারী অন্য দলগুলো হলো চুয়াডাঙ্গার ফরহাদ অগ্রণী, শেখ রাসেল, অদম্য ক্রীড়া চক্র, মেহেরপুরের ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি, এম কে এস পি, মমতা ক্রিকেট একাডেমি, উদায়ন ক্রীড়াচক্র আমঝুপি, আমঝুপি পাবলিক ক্লাব, ঝিনেদার মিনা স্মৃতি ক্রিকেট একাডেমি এবং মহেশপুর ক্রিকেট একাডেমি। এর আগে অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।