আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় মোঃ রোকনুজ্জামান (২৮) ও বিল্লাল হোসেন (৩৫) হোসেন নামের ২ জন আহত হয়েছে। সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ফার্মের সামনে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি এ দুর্ঘটনা ঘটে।
আহত মোঃ রোকনুজ্জামান রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার নোনা মাটিয়াল গ্রামের মোঃ সলিমুদ্দিনের ছেলে এবং মোঃ বিল্লাল হোসেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের খাইরুল হোসেনের ছেলে।
জানাগেছে আহতদ্বয় ইয়ন গ্রুপ কীটনাশক কোম্পানির চাকরি করেন। তারা যুগিন্দা থেকে মোটরসাইকেল যোগে মেহেরপুরে আসার পথে আমঝুপি ফার্মের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আাসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হয়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরস্থ চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।