আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলা ৩ নম্বর আমঝুপি ইউনিয়ন পরিষদ তিন বারের সফল সাবেক চেয়ারম্যান ও মেহেরপুর সদর উপজেলার সাবেক বিএনপি’র সভাপতি স্বর্ণ পদকপ্রাপ্ত- গণমানুষের নেতা- গোলাম মোস্তফার ১০ তম মৃত্যু বার্ষিকীতে তার পরিবারের পক্ষ থেকে -মেহেরপুর জেলা বি এন পি – সহ সভাপতি ওমর ফারুক( লিটন) আমঝুপি ইউনিয়ন ও মেহেরপুর জেলা বাসীর মানুষের কাছে – তার বাবার জন্য দোয়ও ভালোবাসা প্রার্থনা করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যারা ওনার বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক ও রাজনীতি কাজ করেছেন। হতদরিদ্র ও অসহায় মানুষের নেতা হিসাবে পরিচিত ছিলেন গোলাম মোস্তফা ।তারি জৈষ্ঠ পুত্র মেহেরপুর জেলা বিএনপি’র সহ সভাপতি ওমর ফারুক (লিটন)বলেন আমিও বাবার মত আমঝুপি ইউনিয়নের ও মেহেরপুর জেলা হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই।