আমঝুপি অফিস:
আমঝুপি ইকোপার্ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শুক্রবার বিকালের দিকে আমঝুপি ইকোপার্ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইকোপার্ক উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু। অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।