আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়ন ইসলাম নগর গ্রামে আন-নূর ইসলামি একাডেমি হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও নবীণ বরণ অনুষ্ঠান। আজ রবিবার সকাল ১০টার সময় মাদ্রাসার নিজস্ব প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে।
শিশু শ্রেণি হতে ৪র্থ শ্রেনি ও হেফজ বিভাগ পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও নবীণ বরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আলহাজ্ব জনাব মোঃ নূর আলম মাস্টার । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ মোমিনুল ইসলাম মমিন (ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মেহেরপুর ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ বারাদী ইউনিয়ন শাখা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কাশেম (সাধারণ সম্পাদক অত্র মাদরাসা ও বিশিষ্ট রাজনীতিবিদ , সমাজ সেবক, সাবেক যুবলীগ সভাপতি আমঝুপি ইউপি এবং ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আমঝুপি ইউনিয়ন পরিষদ)।
রুহুল আমিন( বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, অত্র প্রতিষ্ঠানের সহসভাপতি), শহিদুল ইসলাম শহিদ (৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক), আব্দুল মান্নান(ক্যাশিয়ার অত্র প্রতিষ্ঠান), ইদ্রিস আলী মোল্লা( অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য ), মোবারক আলী সদস্য, আলোমঙ্গীর (বিশিষ্ট ব্যবসায়ী), ইব্রাহিম হোসেন (সদস্য অত্র প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যবসায়ী), রুহুল আমিন এরশাদ সদস্য , হাঃ মিনারুল ইসলাম পরিচালক, হাঃ মাঃ নাজমুল হুসাইন (শিক্ষক অত্র মাদরাসা), হাঃ ইব্রাহিম (শিক্ষক), মোঃ সাইফুল ইসলাম (শিক্ষক) প্রমুখ্য।
অনুষ্ঠান পরিচালনায় করেন অত্র মাদরাসার সার্বিক তত্তাবধায়ক ও শিক্ষক মোঃ শিলন।