Home » আমঝুপি খোকসাতে অভিযান চালিয়ে ৮ হাজার শলাকা পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত স্বাধীন বিড়ি জব্দ

আমঝুপি খোকসাতে অভিযান চালিয়ে ৮ হাজার শলাকা পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত স্বাধীন বিড়ি জব্দ

কর্তৃক xVS2UqarHx07
116 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে ৮ হাজার শলাকা পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত স্বাধীন বিড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয় সদরউপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে খোকসা কদমতলা গ্রামের জাহিদ ষ্টোর,মান্নাপ ষ্টোরও হুদা ষ্টোর পরিদর্শন করে এসকল বিডিজবস-এ করা হয়।

ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ধারা ৯(৩),১০বিধিঃ২০১৫এর ৯এর১(ঙ) মতে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত স্বাধীন বিড়ি জব্দ করা হয়। ইতোপূর্বেও ওই দোকান থেকে পুরাতন বিড়ি জব্দ করা হয়ছিলো।

০ মন্তব্য

You may also like

মতামত দিন