আমঝুপি অফিস:
সিগারেটের আগুন থেকে দব্ধ হওয়ার এক সপ্তাহ পর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের রোকন উদ্দিন। (৭০)।
মঙ্গলবার সকালে অগ্নিদগ্ধ রোকনউদ্দীন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। রোকনউদ্দীন খোকসা গ্রামের রহিস উদ্দিন এর ছেলে।
এলাকার সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার রোকনউদ্দীন খোকসা গ্রামের আসিফ উদ্দিনের দোকানে সিগারেট ধরানোর সময় ম্যাচের কাঠি তার শরীরে পড়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন তার সমস্ত শরীর ঝলসপ যায়।পরে তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া রেফার করেন। কুষ্টিয়া থেকে ঢাকা নেওয়ার পর মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।