আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নে এক নম্বর ওয়ার্ড খোকসা গ্রামের হাট বায়তুল আরকাম জামে মসজিদের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। আজ সকাল ৭ ঘটিকার সময় নতুন ভবন উদ্বোধনীয় করেন প্রধান অতিথি হিসেবে ছিলেন খোকসা গ্রামের মেম্বার হাফিজুর রহমান হাফিজ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক সোলেমান খাঁ , সাবেক ইমাম আব্দুর রশিদ, সমাজসেবক হানিফ শেখ, সমাজসেবক গোলাম রহমান, সমাজসেবক নাসিরুল ইসলাম, শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ইয়াসিন আলী, খোকসা কেন্দ্র জামে মসজিদের ইমাম খালেদ সাইফুল আপেল, খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোয়াজ্জেম হোসেন ইভান, খোকসা হাট বায়তুল আরকান জামে মসজিদের সভাপতি আব্দুল ওহাব, সহ সভাপতি ইউনুছ আলী,সেক্রেটারী আছিরুল ইসলাম,ক্যাশিয়ার কামিরুল ইসলাম, খোকসা হাট বায়তুল আরকান জামে মসজিদের ইমাম হাফেজ রোকনুজ্জামান, রবিউল ইসলাম,বদো, আফাইদুল, আনিসুর, সিজান প্রমূখ্য।