Home » আমঝুপি গন্ধরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় বই উৎসব অনুষ্ঠিত

আমঝুপি গন্ধরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় বই উৎসব অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
142 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলা- আমঝুপি গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নতুন বছরের প্রথম দিনে ছাত্র ছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হয় । গতকাল বেলা ১০ টার সময় বই বিতরণ উৎসব এর অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক জাহীর হাসেন চঞ্চল– বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিতাব আলী- শিক্ষকমন্ডলী সহ এলাকার সুধীমহল প্রমূখ- ২০০ জন ছাত্র-ছাত্রী- -মাঝে নতুন বই বিতরণ করেন- প্রথম শ্রেণীর ছাত্র হোসাইন হাবিব বলেন নতুন বই পেয়েছি এখন বেশি করে পড়াশোনা করব– গার্জেন পক্ষ শাহাবুদ্দিন বলেন খুব আনন্দ অনেকদিন পর ইস্কুল বসছে এবং নতুন বই পেয়েছ ছেলেরা আমরা খুব খুশি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন