আমঝুপি অফিস:
আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ।
“এসো হে নবীন, এসো হে দ্বারে, নবযৌবন ডাকিছে তোমারে,” বিদায়ের করুন সুর, হৃদয়ে বাজে, স্মৃতিময় কত স্মৃতি, নয়ন জলে সাজে”—এই প্রতিপাদ্যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং তাদের শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দমুখর এবং আবেগঘন পরিবেশে পরিপূর্ণ। এই সময়ে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক কামরুদ্দোজা পরাগ , বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলার সভাপতি ও সহকারী শিক্ষক ফয়জুল কবির, সহকারী শিক্ষক আনারুল ইসলাম, সহকারী শিক্ষক স্বপন কুমার হালদার, সহকারী শিক্ষক রাসেল হোসেন, সহকারী শিক্ষক ছালিমা পারভিন, সহকারী শিক্ষক আসমা আক্তার সঞ্চালনায় করেন জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নাফিস প্রমুখ্য।