Home » আমঝুপি মাল্টা লেবু বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

আমঝুপি মাল্টা লেবু বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

কর্তৃক xVS2UqarHx07
429 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলা আমঝুপি পাঁচতারা এগ্রো মাল্টা লেবু বাম্পার ফলনl আমঝুপি বটতলা মাঠে ৩১ দীঘা জমিতে বারি ওয়ান মাল্টা দার্জিলিং কমলা লেবু – ম্যান্ডারিন- কমলা লেবু
উৎপাদন করছেন শিক্ষিত বেকার যুবকরা। বেকারত্ব দূর হয়ার পাশাপাশি লাভজনক ফসল বলে জানান বাগান মালিকরাl আমঝুপি বাজারের বিশিষ্ট সার ব্যবসায়ীক মাজিদুল ইসলাম সহ পাঁচ বন্ধু মিলে এই মাল্টা বাগান তৈরি করেছেন বলে জানানl তিনি বলেন ২০১৯ ইউটিউব এর মাধ্যমে এই মাল্টা চাষের উদ্বুদ্ধ হন ৫ বন্ধু মিলেl ২০১৯ সালে এপ্রিল মাসে ৩১ বিঘা জমি লিজ নিয়ে বারি ওয়ান কমলা মাল্টা ২১০০ চারা- দার্জিলিং কমলা ৫০০চারা- ম্যান্ডারিন কমলা লেবু ৫০০ চারা এ পর্যন্ত ৩১০০ চারা রোপণ করা হয়েছে l মমিনুল ইসলাম( লিটন) বলেন চারার বয়স ২৮ মাস এই প্রথম ফল ধরেছে- হাফিজুর রহমান সাংবাদিকদের জানান প্রথম গাছে ফল এসেছে ভালো বাজার পেলে খরচ উঠে লাভের মুখ দেখা যাবে বলে তিনি জানান– মোতালেব মন্ডল – বলেন মেহেরপুরের মাটি সোনার চেয়ে খাঁটি কারণ মেহেরপুর এলাকার মাটি পরিচর্যার মাধ্যমে- মিষ্টি মাল্টা ও সুস্বাদু ফল। চারা লাগানো থেকে১৫ বছর পর্যন্ত এই মাল্টা গাছ থেকে ফল পাওয়া যাবে – মেহেরপুরের মাল্টা চাষের জন্য উপযোগী মাটি শিক্ষিত বেকার এই মাল্টা চাষে করলে চাকরির পেছনে ছুটতে হবে না– জেলার কৃষি অফিসার কারিগরি সহযোগিতা এবং ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ দেয় তাহলে বেকারত্ব দূর হবে এবং এই অঞ্চলের ফলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা যাবে বলে মালটা চাষিরা জানান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন