আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের আমঝুপি জর্দার পাড়ার সামিদুলের দোকানে কিছু মালামাল সহায়তা প্রদান করেন।
গতকাল আমঝুপি শিশু-কিশোর সংগঠনের পক্ষ থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা আশাদুজ্জামান লিটন
আমঝুপি জর্দা পাড়ার সামিদুলের দোকানে কিছু মালামাল সহায়তা করা হয়। আমঝুপি জর্দা পাড়ার তিনি বলেন যে সমস্ত মনবতার সহায়তা কারি আছেন তাদের দৃষ্টি আকর্ষন করছি তার সামিদুলের দিকে একটু খেয়াল রাখবেন দয়াকরে । বিশেষ ধন্যবাদ জনাই, – সুজন ভাই – তারিক ও রাকিবুলকে প্রমুখ্য