আজকের মেহেরপুর ডেক্স:
আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের ইউপি সদস্য মুনতাজ আলীর বাড়ির সামনে থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে দিকে ওসমানপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা উদ্ধার করে বস্তুটি। মুনতাজ আলী হারদি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
ইউপি সদস্য মুনতাজ আলী বলেন, বাড়িতে মেহমান আসায় মঙ্গলবার ভোরে বাড়ি থেকে বের হবার সময় গেটের সামনে একটি ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পাই আমি। পরে স্থানীয় পুলিশ ক্যাম্পে জানানো হয়। খবর পেয়ে ওসমানপুর ক্যাম্প পুলিশ এসে ককটেল সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, সোমবার বিকেলে একটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে কেউ আতংক ছাড়ানোর জন্য করতে পারে। যেহেতু আমার ইউনিয়নে নির্বাচন চলছে। এবার আমি ভোটে দাড়ায়নি। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক হিসেবে কাজ করছি। তবে এটা নির্বাচনকে কেন্দ্র করে কোন ঘটনা বলে আমি মনে করিনা। কেউ হয়তো দুষ্টুমি করে (৩য় পক্ষ) রেখে যেতে পারে।
ওসমানপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসএই) হাসনাইন সোহান বলেন, মঙ্গলবার ভোরে খবর পেয়ে হারদি ইউনিয়নের (ইউপি) সদস্য মুনতাজ আলীর বাড়ির সামনে থেকে একটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে ক্যাম্পে নেয়ার প্রক্রিয়াধীন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, আলমডাঙ্গা উপজেলায় হারদিসহ ১৩ টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।