নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম এর ব্যক্তিগত উদ্যোগে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শতাধিক পরীক্ষার্থীর মাঝে রান্না করা উন্নত মানের খাবার বিতরণ করা হয় । আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান ও আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আনারুল ইসলাম উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।