নিজস্ব প্রতিবেদক:
ঢাকা থেকে প্রকাশিত দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল- এই প্রজন্মের গণমাধ্যম, ‘ইনিউজ৭১’ এর সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানটির মেহেরপুর জেলা প্রতিনিধি এস.এম. তারেক।
গত কয়েক মাসে মেহেরপুর জেলা থেকে কৃষি বিষয়ক, উন্নয়ন ও অনুসন্ধান মূলক প্রতিবেদন প্রকাশ করে ‘ইনিউজ৭১’ এর সেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রতিষ্ঠানটির সম্পাদক শওকত হায়দার জিকো’র স্বাক্ষরিত একটি শুভেচ্ছা বার্তা ও সম্মানি ডাকযোগে মেহেরপুরে পাঠিয়েছে ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড।
সবার আগে নতুন খবর দেওয়ার প্রত্যয়ে সারাদেশে কাজ করে যাচ্ছেন ইনিউজ৭১ এর একঝাঁক সংবাদকর্মী। যারা সারাদেশের খবর মুহূর্তের মধ্যে পৌঁছে দিচ্ছে পাঠকের কাছে। তাদের মধ্যে থেকে এস.এম. তারেক-কে সেরা প্রতিবেদক নির্বাচিত করায় তিনি ইনিউজ৭১ এর সম্পাদক, প্রকাশক, সমস্ত সাংবাদিক ও কলাকৌশলীদের ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়াও এস.এম. তারেক ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ডেল্টা টাইমস পত্রিকা’র মেহেরপুর প্রতিনিধি ও নিউজ গাংনী অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত রয়েছেন।
এস.এম. তারেকের এই অর্জনে গাংনী ও মেহেরপুরের অসংখ্য সাংবাদিক তাকে অভিবাদন জানিয়েছেন।