গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে গাংনীতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ন বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়েছে। এই উপলক্ষে
বৃহস্পতিবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা পরিষদ জামে মসজিদে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মােনাজাত করা হয়। মােনাজাত পরিচালনা করেন গাংনী উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা ইলিয়াস হােসেন।
এ কে এম শাহীন কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু।
আরো উপস্থিত ছিলেন গাংনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় । আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুর জেলা কার্যালয়।