Home » ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে খুলনা সাহিত্য একাডেমির কবিতা পাঠ আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে খুলনা সাহিত্য একাডেমির কবিতা পাঠ আলোচনা সভা ও দোয়া মাহফিল

কর্তৃক xVS2UqarHx07
216 ভিউজ

নিজস্ব প্রতিবেদক-এম. সোহেল রানা;

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে খুলনা সাহিত্য একাডেমির কবিতা পাঠ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ অক্টোবর ২০২১) সন্ধ্যায় খুলনার গল্লামারি লিনিয়ার পার্কে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী( সঃ) উপলক্ষে খুলনা সাহিত্য একাডেমির উদ্যোগে আলোচনা সভা, মহানবী (সঃ)কে নিবেদিত করে কবিতা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খুলনা সাহিত্য একাডেমি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বেতার ব্যক্তিত্ব অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপুর সার্বিক নির্দেশনা ও পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কবি, সংগঠক ও শিক্ষাবিদ মোঃ জুবায়েদ হোসেন। সংগঠনের সুযোগ্য সাধারণ সম্পাদক বেতার ব্যক্তিত্ব শেখ আছাদুজ্জামান মিথুনের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লিনিয়ার পার্কের অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবক জনাব শেখ মাহাতাব হোসেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন- আধুনিক কবি ও সংগঠক কে, এম সেলিম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কবি, সংগঠক, মানবিক মানুষ নির্ভীক পুলিশ অফিসার সাত্তার শাহারী, কবি সংগঠক মানবিক মানুষ এজি রানা, কণ্ঠশিল্পী ও কবি ডাঃ বাদশা আলমগীর, কবি ও সংগঠক সাইফুর মিনা, রোটারিয়ান জনাব নাজু, আবৃত্তিকার শরীফ উদ্দীন টিটো, কবি ও আবৃত্তিকার মেহবুব মল্লিক, হাবিবুর রহমান, কবি কাওসারী জাহান মন্জু ও কবি শাহীন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন- খুলনা সাহিত্য একাডেমি সংগঠনের মুখপাত্র বেতার ব্যক্তিত্ব শেখ আছাদুজ্জামান মিথুন। অনুষ্ঠান উপস্থাপনায় উপস্থাপক মিথুনকে বিশেষ সহযোগিতা করেন- কবিতার কৃষক কবি নাজমুল তারেক তুষার।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন- কবি শেখ নুরুল হুদা, কবি কার্তিক, কবি হায়দার, কবি মুন্না, কবি মিশকাত ও সংগঠনের সাধারণ সম্পাদক মিথুনের মেয়ে জান্নাতুল তাজলিয়া এশা প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন- কবি ও কণ্ঠশিল্পী ডাঃ বাদশা আলমগীর।

উল্লেখ্য, প্রচন্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে কবি, লেখকেরা আমাদের অনুষ্ঠানে স্বতস্ফূর্তভাবে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে পুরোপুরি সার্থক করে খুলনা সাহিত্য একাডেমিকে চির কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন। খুলনা সাহিত্য একাডেমি যে খুলনার কবি- লেখকদের সবচেয়ে প্রিয় সাহিত্য সংগঠন তা আজকের সফল অনুষ্ঠানের মধ্যে দিয়ে আবারও নতুন করে প্রমাণিত হলো।

০ মন্তব্য

You may also like

মতামত দিন