আজকের মেহেরপুর ডেক্স:
দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভিতে মেহেরপুরের গাংনী উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মিনারুল ইসলাম।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় এশিয়ান টেলিকাস্ট লিমিটেড (এশিয়ান টিভি) এর ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) মোহাম্মদ শেখ কাদির স্বাক্ষরিত এক নিয়োগপত্রে মিনারুল ইসলামকে মেহেরপুরের গাংনী উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক দেশেরপত্র ও দৈনিক বাংলাদেশ বুলেটিন’র জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছেন।
মিনারুল ইসলাম বলেন, স্বদেশকে ভালোবেসে নিজের স্বার্থকে বলি দিয়ে নিজের মেধা, প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ায় হবে আমার প্রথম কাজ। এছাড়া তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন। সেই সঙ্গে নিয়োগ প্রদানের জন্য এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এদিকে এশিয়ান টিভিতে মেহেরপুরের গাংনী উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় মিনারুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেন, সাধারণ সম্পাদক আতিক স্বপন সহ মেহেরপুর রিপোর্টার্স ক্লাব পরিবার।