Home » ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাস্কর্যে কুষ্টিয়া জেলা পুলিশের পুস্পস্তবক অর্পণ

ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাস্কর্যে কুষ্টিয়া জেলা পুলিশের পুস্পস্তবক অর্পণ

কর্তৃক xVS2UqarHx07
177 ভিউজ

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ খ্রিষ্টাব্দের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় স্বাধীনতার ডাক দেন।এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।

জাতির পিতার উক্ত আহবানে বাংলার আপামর জন সাধারণ ঝাপিয়ে পড়েন যুদ্ধে এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় বাংলার স্বাধীনতা। গত সোমবার ছিল ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২ খ্রিঃ। ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয় চত্বরে নির্মিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ভাস্কর্যে জেলা পুলিশ কুষ্টিয়ার সকল কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।

পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালনসহ দোয়া অনুষ্ঠিত হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন