“ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে- মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়, মোংলা, বাগেরহাট-এ দিনব্যাপী কর্মসূচি “
নিজস্ব প্রতিবেদকঃ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ সেই ভাষণ বাঙালির মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের এক মহাকাব্য। এই ভাষণ এখন বিশ্ব ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রামাণিক দলিল।
সোমবার (৭মার্চ-২২) এই দিবসটি উপলক্ষে মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাটে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, চিত্রাঙ্কন, রচনা, কবিতা, উপস্থিত বক্তব্য ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারঃ) মোঃ জুবায়েদ হোসেন এঁর সভাপতিত্বে, সিনিয়র শিক্ষক জনাব সমিরণ চন্দ্র দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী মোল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোংলা বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওঃ গণি আমিন, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র শেখ মেহমেদ রিজওয়ান।
আলোচনা প্রতিযোগিতায় –
প্রথম স্থান অর্জন করেঃ সিরাজুম মুনিরা,
২য় স্থান অর্জন করেঃ লুবাবা বিনতে করিম,
৩য় স্থান অর্জন করেঃ নুসরাত জাহান হিরা।
রচনা প্রতিযোগিতায়-
১ম স্থান অর্জন করেঃ অনিন্দিতা নন্দিনী,
২য় স্থান অর্জন করেঃ জান্নাতুল ফাতেমা মাহী,
৩য় স্থান অর্জন করেঃ সাবিবা বিনতে করিম।
কবিতা প্রতিযোগিতায় –
১ম স্থান অর্জন করেঃ নুশরাত
২য় স্থান অর্জন করেঃ জান্নাতুল
৩য় স্থান অর্জন করেঃ সৌভিক হাসান শান্ত।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় –
১ম স্থান অর্জন করেঃ অয়ন
২য় স্থান অর্জন করেঃ মোঃ নাফিজ
৩য় স্থান অর্জন করে মোঃ রিয়ান।
এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য বর্ননা করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইকবাল বাহার, সিনিয়র শিক্ষক জনাব সীতা মন্ডল, সহকারী প্রধান শিক্ষক(ভারঃ) মোঃ জুবায়েদ হোসেন, পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী মোল্যা।