Home » ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে মেহেরপুর সাহিত্য পরিষদের কবিতা পাঠের আসর ও আলোচনাসভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে মেহেরপুর সাহিত্য পরিষদের কবিতা পাঠের আসর ও আলোচনাসভা অনুষ্ঠিত

কর্তৃক ajkermeherpur
229 ভিউজ

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে- মেহেরপুর সাহিত্য পরিষদের কবিতা পাঠের আসর ও আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুর সাহিত্য পরিষদ -এর আয়োজনে ৭ই মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধু কে নিয়ে আলোচনাসভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮মার্চ-২২ইং) সন্ধ্যা ৭ঘটিকার সময় মেহেরপুর সাহিত্য পরিষদ কার্যালয়ে মেহেরপুর সাহিত্য পরিষদের আহ্বায়ক জনাব নুরুল আহমেদের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে স্থানীয় কবি সাহিত্যিক ও সাহিত্য পরিষদের সদস্যদের নিয়ে স্বরচিত কবিতা পাঠের আসর ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

স্বরচিত কবিতা পাঠ ও আলোচনায় অংশ গ্রহণ ও স্বরচিত কবিতা পাঠ করেন- সর্বজনাব নুরুল আহমেদ, আবুল হাসেম, নাসির উদ্দীন আহমেদ ও সাদিকুজ্জামান সেন্টু। স্বরচিত কবিতা পাঠ করেছেন সাহিত্য পরিষদের সদস্য আব্দুল মান্নান, আবুল হাসেম, আবু লায়েছ লাবলু, ওবাইদুর রহমান, জি-এফ-মামুন লাকি, আসাদুল ইসলাম খোকন, আফরাহীম রহমান জীম ও কাবরান হোসেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন- সাহিত্য পরিষদের সদস্য সচিব মোঃ নাসির উদ্দীন আহমেদ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন