কবিতা :
দুই সূর্য
সাইফ সালাউদ্দীন
সেদিন বেড়াতে গিয়েছিলাম মেহেরপুরে
প্রাণ জুড়ে গিয়েছিলো পাখির সুরে সুরে
হঠাৎ একদিন গেলাম গ্রামের পানে
তখন ছিলাম উদাসীন এক মনে
হঠাৎ মনে হলো দুইটি সূর্য
হয়েছে উদিয়মান
একটি পানিতে প্রতিচ্ছবি
অপরটি আল্লাহর দান
নদীর কাছে ছিলাম
তাই নদীর পানিতে ফুটে উঠেছে সূর্যের প্রতিচ্ছবি
দেখে মনে হবে
যেন স্থির আকাশে উঠেছে দুইটি রবি
এতো সুন্দর দৃশ্য
মহান আল্লাহর সৃষ্টি
যা দেখে ভরে গেছে মোর মন
সেটি করেছে শীতল আমার দুই নয়ন
নিশ্চয় আল্লাহ কতই না মহান
এতো সুন্দর দৃশ্য তারই প্রমান
তাই-তো গাই তারই গুনগান
যিনি পরম দয়ালু ও সকল ক্ষমতাবান।
আমঝুপি অফিস