-এম.সোহেল রানা; বার্তা সম্পাদকঃ
কবিবন্ধু সাহিত্য পাতা কর্তৃক “মোমেনশাহী দর্পণ” এর সম্পাদক ও প্রকাশক মোঃ জুবায়েদ হোসেন কে গুণিজন সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ সেবায় সব সময় কাজ করে আসছে খুলনা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা সৃজনশীল সাহিত্য বিকাশে….”মোমেনশাহী দর্পণ”। সম্প্রতি চট্টগ্রামের পতেঙ্গায় কবি বন্ধু সাহিত্য পাতা কর্তৃক আয়োজিত সাহিত্য সম্মেলন, গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করেন। মোমেনশাহী দর্পণের সম্পাদক ও প্রকাশক মোঃ জুবায়েদ হোসেন কে।
শুক্রবার (৭জানুয়ারি-২২ইং) নির্ধারীত সময়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারায় রবিবার(২৩জানুয়ারি-২২ইং) সন্ধ্যায় কবি আলমগীর হোসেন বাদশা ও কবি তুষার সম্মাননা স্মরক পুরস্কারটি অনানুষ্ঠানিক ভাবে মোমেনশাহী দর্পণ-এর সম্পাদক ও প্রকাশক, কবি, সংগঠক মোঃ জুবায়েদ হোসেনকে প্রদান করেন।
উল্লেখ্য যে, সৃজনশীল সাহিত্য বিকাশে মোমেনশাহী দর্পণ সাহিত্য, সমাজ সেবা, করুণাকালীন সময়ে মানবিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে খুলনা বিভাগের সেরা ২০ সংগঠনের গৌরব অর্জন করেছে।