কাবুল ছেড়ে আসা একটি মার্কিন পরিবহন বিমানের চাকায় মানব দেহাবশেষ পাওয়া গেছে। সোমবার (১৬ আগস্ট) বিমানটি কাবুল বিমানবন্দর ছেড়ে যায়।
মঙ্গলবার (১৭ আগস্ট) দ্য ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, কাবুল বিমানবন্দরের গতকালের একটি ভিডিওচিত্রে দেখা যায়, মরিয়া আফগানরা রানওয়ে ধরে চলতে থাকা একটি বিমানের সাথে সাথে ছুটে চলছেন এবং অনেকেই বিমানটির গা বেয়ে উঠবার চেষ্টা করছেন।
আরেকটি বহুল প্রচারিত ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের পর আকাশে থাকা একটি বিমান থেকে দুজন মানুষ ছিটকে পড়ে মারা যায়। নাম প্রকাশ না করে একজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, পতনের ঘটনাটি নিশ্চিতভাবে ঘটেছে।
ওই কর্মকর্তা বলেন, ছিটকে পড়া দুই ব্যক্তি বিমানটির চাকা বেয়ে উঠেছিলেন। বিমানটি কোনমতে চাকা গুটিয়ে নিতে না পেরে জরুরি অবস্থা ঘোষণা করে এবং তৃতীয় একটি দেশে অবতরণ করে। পরে পরিদর্শন করতে গিয়ে দেহাবশেষ খুঁজে পান ক্রুরা।