Home » কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত তিন রেমিট্যান্স যোদ্ধার লাশ দেশে পৌঁছেছে – আজকের মেহেরপুর

কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত তিন রেমিট্যান্স যোদ্ধার লাশ দেশে পৌঁছেছে – আজকের মেহেরপুর

কর্তৃক xVS2UqarHx07
244 ভিউজ

নিজস্ব প্রতিনিধিঃ

ভাগ্যের কি নির্মম পরিহাশ দেশের রেমিট্যান্স যুদ্ধারা আত্মীয় স্বজন ও নিজ পরিবারের জন্য লাকিস ভরে মালা মালা নিয়ে আসার কথা কিন্তু বিধির লিখন যায় না খন্ডন। কুয়েত অগ্নিকাণ্ডে নিহত হয়ে আজ তারা নিজেরাই লাশ হয়ে বাস্কো বন্দি অবস্থায় দেশে এসেছেন। কুয়েতের আবদালি এলাকায় একটি কৃষি খামারে অগ্নিকাণ্ডে নিহত সিলেটের ৩ ব্যক্তির লাশ দেশে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৯ টার দিকে কুয়েতের একটি বিমানে ওই ৩ টি মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। নিহতদের আত্মীয় স্বজনরা সকাল ১০ টার দিকে মরদেহ সমজিয়া পায়। জানা যায়, গত শনিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাত ১টার দিকে ওই খামারে আগুন লাগে। এ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সিলেট বিভাগের ৩ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের খোরশেদ আলম একজন। মা-বাবা ও স্ত্রী-সন্তানদের মুখে হাসি ফুটাতে ২৫ বছর আগে কুয়েতে কষ্টের প্রবাসজীবন শুরু করেছিলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার খোরশেদ আলম (৪২)।খুব স্বচ্ছলতা ফেরাতে না পারলেও খোরশেদের আয়-রোজগারে কোনোমতে চলে যাচ্ছিলো পরিবার। কিন্তু একটি অগ্নিকাণ্ড ছাই করে দিলো খোরশেদের পরিবারের সদস্যদের সকল স্বপ্ন। তাঁর গ্রামের বাড়িতে এখন কান্নার রোল। মা-বাবা ও স্ত্রী-সন্তানদের আর্তনাদে ভারি খোরশেদের বাড়ির আকাশ।খোরশেদ গোয়াইনঘাট উপজেলার বাঘবাড়ী গ্রামের নেছার আলীর ছেলে। বিবাহিত জীবনে তিনি ৩ ছেলেসন্তানের জনক। তার সন্তানরা হচ্ছেন- আব্দুল হাকিম (১৫), আব্দুর রাহীম (৮) ও আব্দুল মাজেদ (২)।ওই খামারে মোট ২০ জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন।এদিকে, কুয়েতের এ অগ্নিকাণ্ডে খোরশেদ ছাড়াও কামাল উদ্দিন (৫১) ও মোহাম্মদ ইসলাম (৩২) নামের সিলেট বিভাগের দুজন মারা গেছেন। এর মধ্যে কামাল উদ্দিনের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার মাগুরা গ্রামে ও মোহাম্মদ ইসলামের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাটিভারা ফইত গ্রামে।দুর্ঘটনার শিকার ও প্রত্যক্ষদর্শীরা অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মোহাম্মদ আলকাছ নামে একজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সেলর আবুল হুসেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা করেন।
খোরশেদ আলমের ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা যায়, আজ রাত ৯ টায় বাগবাড়ি রহমানিয়া টাইটেল মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, এতে সকলের উপস্থিতি কামনা করেন

০ মন্তব্য

You may also like

মতামত দিন