Home » কুষ্টিয়ায় শুটারগানসহ দুই সন্ত্রাসী আটক

কুষ্টিয়ায় শুটারগানসহ দুই সন্ত্রাসী আটক

কর্তৃক xVS2UqarHx07
299 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার খোকসা উপজেলার হিজলাবট নদীর ঘাট থেকে ওয়ান সাটার বন্দুক, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার দুই চিন্হিত সন্ত্রাসীকে আটক করেছে খোকসা থানা পুলিশ। শনিবার রাত আনুমানিক ৮.৩০ মিনিটের দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়নের শামসুদ্দিন মন্ডল ওরফে কাটে মন্ডলের ছেলে সামিরুল মন্ডল (৩৫) ও একই ইউনিয়নের আজিল সেখের ছেলে রাজিব সেখ(২৮)।

থানা পুলিশ জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে খোকসা হিজলাবট ঘাটে অভিযান চালিয়ে সামিরুল ও রাজিব নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেন। এ সময় সামিরুলের কাছ থেকে একটি ওয়ান শুটার বন্দুক, এক রাউন্ড গুলি, দুইটি রাম দা ও রাজিবের নিকট থেকে আটানব্বই পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ বিষয়ে রবিবার দুপুর বারোটার সময় কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সম্মুখে প্রেস ব্রিফিং করে দুজনকে আদালতে প্রেরণ করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন