Home » কুষ্টিয়া শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

কুষ্টিয়া শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
135 ভিউজ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি কে এম শাহীন রেজা:

কুষ্টিয়া শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর আয়োজনে অসহায়, গরীব ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করেন। ৪ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের জগন্নাথপুর স্কুল সংলগ্ন এলাকায় কম্বল বিতরন করা হয়।

শাহজাল ইসলামী ব্যাংক লিমিটেডের আয়োজনে প্রতিবছর সিএসআর এর আওতায় শীতকালে দেশের প্রত্যেকটি জেলায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছরেও শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। আবহাওয়া নিম্নচাপ হওয়ার কারনে গত দুই তিনদিন প্রচন্ড পরিমানে শীতের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এই প্রচন্ড শীতের মধ্যে গরম কাপরের কম্বল উপহার পেয়ে অনেক খুশি অসহায় সুবিধাবঞ্চিত মানুষ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার ভাইস প্রেসিডেন্ট ও ব্যাবস্থাপক জি এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের চেয়ারম্যানের শাজাহান আলী সেখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটভ অফিসার মোঃ রাহাতুল ইসলাম, জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কালাম আজাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন