Home » কুষ্টিয়ায় মিরপুরে ট্রাক চাপায় বিআরবি’র কর্মকর্তার মৃত্যু

কুষ্টিয়ায় মিরপুরে ট্রাক চাপায় বিআরবি’র কর্মকর্তার মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
177 ভিউজ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি কে এম শাহিন রেজা:

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় বিআরবি’র কর্মকর্তা রাসেল (২৬) নামে একজন নিহত হয়েছেন। ১২ তারিখ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া কদমতলা এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর এলাকার আক্তার মল্লিকের ছেলে। সে বিআরবি গ্রুপে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করে নিকটস্থ তালবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ সহকারী উপপুলিশ পরিদর্শক এরশাদুল ইসলাম জানান, বুধবার সকালে মোটরসাইকেল আরোহী রাসেল হোসেন বাড়ি থেকে বের হয়ে তার কর্মস্থল কুমারগাড়া বিসিক শিল্প নগরের বিআরবিতে যাচ্ছিলেন।

এ সময় ঘটনাস্থলে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি ফলভর্তি ট্রাক মোটরসাইকেলটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাসেল ছিটকে রাস্তার উপর পড়ে গেলে ট্রাকের নিচে চাপা পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। ঘটনার পরই ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন