কুষ্টিয়া জেলা প্রতিনিধি কে এম শাহীন রেজা:
কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া এলাকায় অবস্থিত লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদী থেকে আনুমানিক (৩০) বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৬ টার সময় স্থানীয়রা কালী নদীতে লাশ ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে লাশ এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। সাধারন জনগন ধারনা করছেন ২/৩ দিন ধরে লাশটি নদীতে ডুবে ছিলো আজ ভেসে উঠেছে।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদারের সাথে মুঠোফোনে মাধ্যমে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ দেখতে পায়। তবে লাশের এখনো পরিচয় পাওয়া যায়নি। লাশের উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে।