Home » খুলনা সম্মিলিত লেখক ফোরামের সভাপতি মোঃ জুবায়েদ হোসেন নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠণের শুভেচ্ছা ও অভিনন্দন

খুলনা সম্মিলিত লেখক ফোরামের সভাপতি মোঃ জুবায়েদ হোসেন নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠণের শুভেচ্ছা ও অভিনন্দন

কর্তৃক xVS2UqarHx07
321 ভিউজ

নিজস্ব প্রতিবেদক এম. সোহেল রানাঃ

সৃজনশীল সাহিত্য বিকাশে….”মোমেনশাহী দর্পণ” সাহিত্য পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, উন্মীলন সাহিত্য ও সমাজ কল্যানের প্রতিষ্ঠাতা সভাপতি, মোমেনশাহী দর্পণ সাহিত্য পরিবারের প্রতিষ্ঠাতা শ্রুতিমধুর গদ্যলেখার নান্দনিক কারিগর, মানুষ গড়ার মহান কারিগর শিক্ষাবিদ, সংগঠক ও কবি মোঃ জুবায়েদ হোসেন খুলনা সম্মিলিত লেখক ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের বিভিন্ন সংগঠন প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।
সোমবার (১নভেম্বর-২১) তারিখে খুলনা সাহিত্য একাডেমির স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্যসহ আমাদের সবসময়ের আদর্শিক সাথী শিক্ষাবিদ, কবি ও সংগঠক মোঃ জুবায়েদ হোসেন খুলনা সম্মিলিত লেখক ফোরাম এর নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
খুলনা সম্মিলিত লেখক ফোরামের সভাপতি মোঃ জুবায়েদ হোসেন নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো সংগঠনগুলো যথাক্রমে- আজকের মেহেরপুর, সাপ্তাহিক ইউনানী কন্ঠ, হলিবিডি২৪ ডটকম (নিউজ পোর্টাল) “প্রিয় কালাচাঁদপুর” ফেসবুক গ্রুপ ভিত্তিক সামাজিক সংগঠণ, মেহেরপুর সাহিত্য পরিষদ, সূর্যোদয় আবৃত্তি সংসদ, (মেহেরপুর), মোমেনশাহী দর্পণ শিশু কিশোর সংগঠন (মেহেরপুর), মোমেনশাহী দর্পণ পাঠক ফোরাম (ময়মনসিংহ), উত্তর ব্রহ্মপুত্র সাহিত্য পরিষদ (ময়মনসিংহ ), ফুলপুর সাহিত্য পরিষদ (ময়মনসিংহ ), খুলনা সাহিত্য একাডেমি, উন্মীলন সাহিত্য ও সমাজ কল্যাণ সংগঠন, মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় (বাগেরহাট), খুলনাস্থ বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি, আমরা জনতার বন্ধু (আজব), পরকালের কাফেলা, খুলনা কবি লেখক ঐক্য পরিষদ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন