Home » খুলনা স্বর্ণতারা একতা সংঘের বাৎসরিক ব্যাডমিন্টন খেলা উদ্বোধন

খুলনা স্বর্ণতারা একতা সংঘের বাৎসরিক ব্যাডমিন্টন খেলা উদ্বোধন

কর্তৃক xVS2UqarHx07
250 ভিউজ

নিজস্ব প্রতিবেদকঃ

খুলনা স্বর্ণতারা একতা সংঘের বাৎসরিক ব্যাডমিন্টন খেলা উদ্বোধন করলেন- মোমেনশাহী দর্পণের সম্পাদক ও প্রকাশক মোঃ জুবায়েদ হোসেন।

শুক্রবার (৩১ ডিসেম্বার-২১) সন্ধ্যায় পোর্ট আবাসিক এলাকা, খালিশপুর, খুলনায় স্বর্ণতারা যুব সংঘ। সৃজনশীল সাহিত্য বিকাশে…”মোমেনশাহী দর্পণ” সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বৃহত্তর ঢাকা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি মোঃ জুবায়েদ হোসেন খুলনা স্বর্ণতারা একতা সংঘের বাৎসরিক ব্যাডমিন্টন খেলা উদ্বোধন করেন।

খুলনার একঝাঁক প্রতিভাবান তরুণদের উদ্যোগে সমাজ বদলের অঙ্গিকার হৃদয়ে ধারন করে গঠিত হয়েছে স্বর্ণতারা একতা সংঘ। প্রতি বছরের ন্যায় এ বছরের শেষদিনে আয়োজন করা হয় এই ব্যাডমিন্টন খেলা প্রতিযোগিতার। পোর্ট আবাসিক এলাকা, খালিশপুর, খুলনায় স্বর্ণতারা যুব সংঘের ব্যাটমিন্টন খেলা উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মোঃ জুবায়েদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রফিকুল ইসলাম মুন্না, মোঃ ইমরান হোসেন ও আল আমিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- একদিন যাদের বিশৃঙ্খলা দেখে খুব বকাবকি করতাম অথচ আজ আমি অবাক হলাম এই ভেবে যে ওরাও অনেক গোছালো হয়েছে, মনে হচ্ছে পারবে, একদিন ওরা সব পারবে। আসলে শিক্ষক আর মা বাবার কাছে এসব সন্তানরা কখনো বড় হয়না। আজকের এরাই বিনির্মাণ করবে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ।রোবেল, সাইফুল, সাদ, জাবের, হৃদয়, শাওন, আমিনুল, হিমেল, সিহাব, আরিফ, তামিম, আলমগীর তোমাদের অসংখ্য ধন্যবাদ, প্রধান অতিথি বিশেষ ধন্যবাদ জানাই খেলার আয়োজকসহ খেলা অংশ গ্রহণকারীদের কেউ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন