আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে খোকসা হাট বায়তুল আর কান জামে মসজিদ শুভ উদ্বোধন ও শুভকাজের সহযোগিতা ভোজন অনুষ্ঠান। আজ সকাল ১১টার সময় খোকসা হাট বায়তুল আর কান জামে মসজিদের সামনে মসজিদের উদ্বোধনের সভাপতিত্ব করেন খোকসা হাট বায়তুল আর কান জামে মসজিদের সভাপতি আব্দুল ওয়াহাব। উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আখেরুজ্জামন, খোকসা মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজি আব্দুল জলিল, খোকসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোয়াজ্জেম হোসেন,হাজি আবুল হাসেম, খোকসা গ্রামে মেম্বার আমিল উদ্দিন খাঁ, আমঝুপি ইউনিয়নের যুবলীগের সভাপতি সামছুজ্জামান চমন, খোকসা গ্রামের সাবেক ইমাম আব্দুর রশিদ, যুবলীগের খোকসা ওয়াড সেক্রেটারী মুনজুরুল ইসলাম,নাজেল হোসেন, খোকসা জামে মসজিদের ইমাম মাওলানা খালেদ সাইফুল্লাহ আপেল, খোকসা হাট বায়তুল আর কান জামে মসজিদের ইমাম মনাইম , খোকসা হাট বায়তুল আর কান জামে মসজিদের সহ সভাপতি আজগর আলী, খোকসা হাট বায়তুল আর কান জামে মসজিদের সেক্রেটারী আছিরুল ইসলাম, খোকসা হাট বায়তুল আর কান জামে মসজিদের ক্যাশিয়ার কামরুল ইসলাম,তাছিরুল ইসলাম,নাসির,নাছিরুল ইসলাম, বাদশা,সাদ্দাম,আসমত,ইমাদুল,ইউনুছ, ভূটু, মিজান মাষ্টার, অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ সেবক সোলায়মান, মাওলানা ইয়াছিন আলী প্রমুখ।