আজকের মেহেরপুর ডেক্স:
গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে করোনা ভাইরাসে নতুন করে ৬ জন শনাক্তসহ জেলায় বর্তমানে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৪ জন (সদর-৫৪, গাংনী-৫৪, মুজিবনগর -১৬) জন।
গত ২৪ ঘণ্টায় ৯৯ জনের নমুনা পরীক্ষা ফলাফল এসেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানাযায়, করোনা পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ৯৯ জনের রিপোর্ট আসে এর মধ্যে ৬ জন আক্রান্ত। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, গাংনী উপজেলায় ০ জন ও মুজিবনগর উপজেলায় ০ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র অনুযায়ী এসময় নতুন করে আর কেউ মৃত্যুবরণ করেননি ।
এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭৭ জনে । এর মধ্যে সদরে ৮২ জন, গাংনী ৫৬ জন এবং মুজিবনগরে ৩৯ জন।
এছাড়াও জেলায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪২৭০ জন। (আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ২০ জন)
এর মধ্যে সদরে ১৯৫০, গাংনী -১৭০৩, মুজিবনগর-৬১৭ জন।
এই পর্যন্ত মেহেরপুরের বাহিরের হাসপাতালে ট্রান্সফার্ড করা হয়েছে ১২০ জন। এর মধ্যে সদর- ৭৭, গাংনী-১৮ , মুজিবনগর -২৫ জন।