Home » গরু বোঝাই ট্রাক দুর্ঘটনায় মেহেরপুরের ২ ব্যাপারী সহ ৭টি গরুর মৃত্যু

গরু বোঝাই ট্রাক দুর্ঘটনায় মেহেরপুরের ২ ব্যাপারী সহ ৭টি গরুর মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
152 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়কে গরু বোঝায় ট্রাক উল্টে ২ ব্যাপারী সহ ৭টি গরুর মৃত্যু । আহত হয়েছেন কামাল হোসেন ও মিনারুল নামের আরো দুই ব্যক্তি। দুর্ঘটনায় ৭টি গরুর মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরের দিকে মেহেরপুর চুয়াডাঙ্গার সড়কের চুয়াডাঙ্গার আলোকদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল হক মেহেররপুর সদর উপজেলার রায়পুর গ্রামের লুৎফর রহমানের ছেলে

এবং মনির হোসেন মেহেরপুর শহরের বাস স্ট্যান্ড পাড়ার হারুনুর রশিদের ছেলে। আহত কামাল হোসেন মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের নিজাম শেখের ছেলে, মিনারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়ার জহির উদ্দীনের ছেলে। জানাগেছে শুক্রবার ভোরের দিকে বরিশাল থেকে গরু বোঝায় নিয়ে একটি ট্রাক মেহেরপুরে আসছিল। গরু বোঝাই ট্রাকটি মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আলোকদিয়া নামক স্থানে এসে পৌঁছালে চালক রুপি হেলপার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা মারেন। এ সময় মেহেরপুরের দুই গরু ব্যবসায়ী সহ ৭ টি গরুর মৃত্যু হয়। নিহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে বরিশাল থেকে ছেড়ে আসা গরু বোঝাই একটি ট্রাক মেহেরপুরে আসছিল। এ সময় আলুকদিয়ার বিশ্বাস ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন। মনিরকে হাসপাতাল নেওয়ার পর মৃত্যু ঘোষণা করা হয়। মারা যায় ট্রাকে থাকা ১৯টি গরুর মধ্যে ৭টি গরু। গুরুতর আহত হয় বাকী গরুগুলো। ট্রাকটি গাছের মধ্যে ঢুকে পড়ায় আটকা পড়েন চালক ও হেলপার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ইঞ্জিনের আংশিক কেটে জীবিত অবস্থায় চালক ও হেলপার সহ তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মরদেহ মেহেরপুরে নেওয়ার প্রস্তুতি চলছিল।

০ মন্তব্য

You may also like

মতামত দিন