Home » গাংনীতের নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, লোক দেখানো নিম্নমানের সামগ্রী উত্তোলন ।

গাংনীতের নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, লোক দেখানো নিম্নমানের সামগ্রী উত্তোলন ।

কর্তৃক xVS2UqarHx07
16 ভিউজ

আমঝুপি অফিস:

 

গাংনীতের নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, লোক দেখানো নিম্নমানের সামগ্রী উত্তোলন।

 

মেহেরপুর প্রতিনিধিঃ ২০/০২/২৫ ইং।

মেহেরপুরের গাংনীতে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে সাজ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে কয়েকদিন কাজ বন্ধ রেখে লোক দেখানো নিম্নমানের সামগ্রী উত্তোলন করা হলেও প্রকৃত মান নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

 

জানা গেছে, গাংনী উপজেলার কুড়ুইগাছি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন রাস্তার ৫০০ মিটার মেরামতের জন্য ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদিত হয়। কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান সাজ এন্টারপ্রাইজ এই কাজের দায়িত্ব পায়। শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। এলাকাবাসীর প্রতিবাদের পর উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার কাজ বন্ধ করে নিম্নমানের সামগ্রী উত্তোলনের নির্দেশ দেন। কিন্তু ক্ষমতার দাপটে লোক দেখানো সামগ্রী পরিবর্তন করে পুনরায় কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

 

এ বিষয়ে কুড়ুইগাছি গ্রামের ইউপি সদস্য বকুল হোসেন জানান, এলজিইডি অফিস থেকে নিম্নমানের সামগ্রী তোলার নির্দেশ দেওয়া হলেও তা সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি। অন্যদিকে, এলাকাবাসী আশঙ্কা করছেন যে নিম্নমানের কাজের ফলে রাস্তা অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাবে, ফলে সরকারের অর্থ অপচয় হবে।

 

গাংনী উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল হোসেন জানান, নিম্নমানের সামগ্রী পরিবর্তন করা হয়েছে, তবে যদি আরও অভিযোগ পাওয়া যায়, তাহলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ মিয়া বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট এলজিইডি কর্মকর্তাদের সমন্বয়ে যদি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়ে থাকে, তাহলে উভয়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন